WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Tuesday, March 12, 2013

মিডিয়া পাড়ার কিছু ২য় বিয়ের গল্প

মিডিয়া পাড়ার কিছু ২য় বিয়ের গল্প



নান্দাইল নিউজ ডেক্স :
ঢাকা: আমাদের দেশের শো`বিজের অনেক তারকাই একাধিক বিয়ে করেছেন। সেইসব তারকাদের মধ্য থেকে বেশ কিছু  তারকার দ্বিতীয় বিয়ে ও সম্পর্কের নানা কথা নিয়ে এ আয়োজন।

সূবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ:

সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী। তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে এবং
ক্যামেলিয়া মোস্তফার বোন।

বাংলাদেশের নাট্যজগতে সুবর্ণা এক বিশেষ স্থান অধিকার করে আছেন। আশির দশকে অভিনেতা আফজাল হোসেন আর সূবর্ণা মুস্তাফা জুটি সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠে।

দেশের পত্রপত্রিকাগুলোতে বেশ রসালোভাবে আফজাল-সূর্বণার প্রেম কাহিনী ছাপা শুরু করে। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফরীদি সবে অভিনয়টা শুরু করেছেন।

intaঢাকা থিয়েটারে তার তখনো যাতায়তটা শুরু হয়নি। নাসির উদ্দীন ইউসুফ এর অনুপ্রেরনায় ফরীদি যোগ দেন ঢাকা থিয়েটারে। এরই মাঝে দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে মিনুকে নিয়ে শুরু হয় অভিনেতা ফরিদীর সুখী সংসার। কন্যা দেবযানীকে নিয়ে ভালোই চলছিল তাদের সুখের সংসার।

নাট্যজগতে আর চলচ্চিত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেন ফরীদি। ফরীদি সুর্বণার সঙ্গে অভিনয় শুরু করেন। আসে জনপ্রিয়তা । সহসাই আফজাল দৃশ্যপট থেকে সরে যেতে থাকে। সুবর্না- ফরিদীর জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। একটা সময় প্রেম। তার পর ফরীদি তার পুরাতন সংসার ভেঙ্গে সুর্বণার সঙ্গে শুরু করেন নতুন সংসার।

মিনুর সাথে বিচ্ছেদের কারণে সেদিন কেঁদেছিল অনেকেই। তারপরও মেনে নিয়েছিল সব ভক্তকুল। বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। এরপর আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদ এর নতুন ডেইলি সোপ ডলস হাউস এ শুটিং করতে গিয়ে ঘটে অন্য ঘটনা। সে নাটকে ফরীদি সৌদের সাথে শুটিং স্পটেই সুর্বণার মধ্যে একটা ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায়। এর ফলশ্রুতিতে পরিবারে ঝামেলা সৃষ্টি এবং ফরীদি- সূবর্ণা আলাদা থাকে। প্রায় তিনমাস আলাদা থাকার পর ১৮ মার্চ ২০০৮ এ সূবর্ণা ফরীদিকে ডিভোর্সের নোটিশ দেন। এরপর ফরীদি অসুস্থ হয়ে পড়েন এবং পরিশেষে ১২ ফেব্রুয়ারি ২০১২ তে এই অভিনেতা পরলোকগমন করেন।

এরপর ২০০৮ সালের ৭ জুলাই নাট্যকার, অভিনেতা ও পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা।

রুনা লায়লা-আলমগীর:

জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার জীবনে বিয়ে করেন একাধিকবার। সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে বিয়ে করেন। রুনা লায়লার সঙ্গে নতুন জীবন জড়ানোর পর আলমগীর তার স্ত্রী খোশনুরের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টানেন। তাদের এক কন্যার নাম সংগীতশিল্পী আঁখি আলমগীর।

হুমায়ূন আহমেদ-শাওন:

Gallery/হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন। এই দম্পতির তিন মেয়ে আর দুই ছেল। হুমায়ূন আহমেদ রচিত ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকের সেটে লেখক প্রেমে পড়েন মেয়ে শীলা আহমেদের বান্ধবী মেহের আফরোজ শাওনের। এই অসম প্রেম তুমুল আলোচনার ঝড় তোলে। ভেঙ্গে যায় হুমায়ূন-গুলতেকিনের ৩০ বছরের সংসার।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হওয়ার পরের দিনই হুমায়ূন আহমেদ বিয়ে করেন শাওনকে। শাওনের ঘরে হুমায়ূন আহমেদের দুই ছেলে সন্তান। ১৯ জুলাই এই নন্দিত লেখক চলে যান না ফেরার দেশে।

রিয়া- ইভান :

এ বছরের ৭ মার্চ দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও নৃত্যশিল্পী রিয়া। নতুন বর আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। নাম ইভান। তিনি নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর বোনের ছেলে। এর আগে প্রায় ৭-৮ বছর আগে মিনহাজ নামে একজনকে বিয়ে করেন রিয়া। স্বামী একজন বৈমানিক। নানা কারণে তাদের বনিবনা না হওয়ায় গত সপ্তাহে মিনহাজকে তালাক দেন রিয়া।

কিন্তু এর বাইরে মিডিয়ার সবাই জানতেন, মডেল পল্লবের সঙ্গেই বিয়ে হবে রিয়ার। কিন্তু পল্লবের সাথে দীর্ঘ প্রায় একযুগের বেশি সময় সম্পর্ক থাকার পরও মিনহাজকে বিয়ে করেন রিয়া। এদিকে পল্লব এখনো বিয়ে করেননি। জানা গেছে, রিয়ার দ্বিতীয় বরের নাম ইভান চৌধুরী। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।


ন্যান্সি- জায়েদ:

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এ বছরের ৪ মার্চ বিয়ে করেন ময়মনসিংহ পৌরসভার ছেলে নাজিমুজ্জামান জায়েদকে। এটি ন্যান্সির দ্বিতীয় বিয়ে।

ন্যান্সি জানান, তার মা জ্যোৎস্না হক মারা যাওয়ার পর নিঃসঙ্গতায় ভুগছিলেন। আর অনেক আত্মীয়স্বজনরাও বিয়ের জন্য অনুরোধ করছিলেন। সবদিক বিবেচনা করেই বিয়ে করেন।

এর আগে  ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী সৌরভকে। তাদের ঘরে রোদেলা নামে ৬ বছরের মেয়ে সন্তান রয়েছে।


হিল্লোল-নওশিন:

binodon-Enterগত ১ মার্চ বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা নওশিন ও হিল্লোল। আর এটি তাদের দ্বিতীয় বিয়ে। এমন সংবাদ জানা গেলেও নওশিন তা অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমরা এখনও বিয়ে করি নাই। তবে শিগগিরই করব। তবে তারা বিয়ের কথা অস্বীকার করলেও তাদের কাছের মানুষরা বলছেন, বিয়ে করে তারা এক সঙ্গেই আছেন। এর আগে মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে বিয়ে করেছিলেন হিল্লোল। আর নওশিন বিয়ে করেছিলেন এক ব্যবসায়ীকে। উভয়ের ঘরে সন্তান রয়েছে।

আরফিন রুমী-কামরুননেসা:

প্রথম স্ত্রী অনন্যাকে ঘরে রেখেই দ্বিতীয় বিয়ে করে সমালোচনায় পড়েন সঙ্গীত তারকা আরফিন রুমী। আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করে মাস কয়েক আগে ঢাকায় পাড়ি জমান তিনি। সম্প্রতি অনেকটা ঘরোয়াভাবে বেশ জমকালো আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে রুমীর বক্তব্য, ইসলামে একাধিক বিয়ের অনুমোদন আছে। আমি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছি। এখানে দোষের কিছু নেই।

অপূর্ব-অদিতি:

রোমান্টিক নায়কখ্যাত অভিনেতা অপূর্ব প্রথম বিয়ে করেন অভিনেত্রী প্রভাকে। বিয়ের পর মাত্র এক মাস অপূর্ব প্রভা এক সাথে ছিলেন। এ সময় প্রভা অপূর্বের বাসায় ছিলো।mages

এরপর আগের প্রেমিক রাজীবের প্রচার করা প্রভার নগ্ন ভিডিও চিত্রগুলো প্রকাশের পর থেকেই অপূর্ব ও প্রভার মাঝে সম্পর্কের টানাপোড়ন দেখা যায়। এরপর তারা টানা ৫ মাস আলাদা থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, দুই পরিবারের সদস্যদের সম্মতি ও মধ্যস্ততায় এ বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এর ফলে অপূর্বকে দেনমোহর বাবদ গুণতে হয়েছিলো ১০ লাখ ১ টাকা।

এরপর অপূর্ব দ্বিতীয় বিয়ে করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া হাসান অদিতিকে।

প্রভা-শান্ত:

অভিনেতা অপূর্বের সাথে বিয়ে ভেঙ্গে যাবার পর দ্বিতীয় সংসার জীবন শুরু করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

আনুষ্ঠানিকভাবে বর মাহমুদ শান্তর বাসায় গিয়ে ওঠেন প্রভা।

প্রভার দ্বিতীয় স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা একজন চিকিৎসক।

বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন।

অপি করিম-উজ্জ্বল:

বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিমও দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে ২ সেপ্টেম্বর ২০১২ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বর উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন ব্যস্ত আছেন নাটক, টেলিছবি এবং বিজ্ঞাপনচিত্র নির্মাণ নিয়ে।

উল্লেখ্য, বিয়ের পর থেকেই অপিকে তার প্রথম স্বামী ড. আশির আহমেদ সন্দেহ করতেন, ঘটনাক্রমে অপি করিমের সংসার ভেঙ্গে যায়। এরপর অপি দ্বিতীয় বিয়ে করেন।

আনিসুর রহমান মিলন-পলি:

imagesঅভিনেতা আনিসুর রহমান মিলন ক্যারিয়ারের শুরুতেই লুসিকে বিয়ে করেছিলেন। তাও এক যুগ আগের কথা। কিন্তু হঠাৎ করেই জানা যায় লুসির সাথে মিলন প্রায় দুই বছর আলাদা থাকছেন। সেই সাথে আরো আলোচনায় নতুন মোড় নেয় ।

মিলনের সাথে ফেসবুকে পলি নামের আমেরিকা প্রবাসী এক মেয়ের ছবি। ছবিটি নিয়ে নানাজনে নানা কথা বলে।
বলা হচ্ছে, পলির সঙ্গে দ্বিতীয় সংসার পেতেছেন মিলন।

কিন্তু মিলন বলেন, ‘আমি পলি নামে মেয়েটাকে চিনি। আর পারিবারিকভাবে আমাদের পরচিয় আছে। আর লুসির সাথে আমার আইনগত ভাবে কোন ছাড়াছাড়ি হয়নি। আমি যদি কাউকে দ্বিতীয় বিয়ে করি তবে সবাইকে জানিয়েই করব।’

এছাড়া অভিনেতা শোয়েব ও অভিনেত্রী মৌসুমী নাগ শিগগিরই বিয়ের ঘোষণা দিবেন বলে জানা গেছে। আর বিয়ে হবে মৌসূমীর দ্বিতীয় বিয়ে। মৌসূমী নাগের প্রথম বিয়েটি হয়েছিল মিঠু বিশ্বাসের সাথে।

এভাবে অনেক তারকাই দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। তাদের নিয়ে আছে অনেক আলোচনা-সমালোচনাও। তবু তাদের নতুন জীবনগুলো যেন সুখের হয় সেই কামনা সবার।

Tuesday, November 27, 2012


পূর্বপুরুষের ভিটা ঘুরে গেলেন পন্ডিত অজয় চক্রবর্তী
শাহ্ আলম ভূঁইয়া :
উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতের পন্ডিত অজয় চক্রবর্তী মঙ্গলবার দুপুরে পূর্বপুরুষের ভিটা স্ত্রী সন্তানসহ ঘুরে গেলেন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামের বড়বাড়িতে সংগীত শাস্ত্রের পুরোধা অজয় চক্রবর্তী এসে আবেগতাড়িত হয়ে পড়েন

ছোট ছেলে অঞ্জন চক্রবর্তীকে দেখিয়ে পন্ডিত অজয় চক্রবর্তী বলেন,‘এটা আমার পূর্বপুরুষের ভিটেএই বড়বাড়িতেই আমার বাবা অজিত চক্রবতী , ঠাকুরদা রাম চন্দ্র চক্রবর্তীর স্মৃতি জড়িয়ে আছে

এ সময় তাঁর সাথে ছিলেন স্ত্রী অঞ্জনা চক্রবর্তীমঙ্গলবার দুপুর ১২টার দিকে পূর্বপুরুষের ভিটায় আসলে এলাকাবাসী, স্থানীয় শিল্পী ও সাংবাদিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান

পন্ডিত অজয় চক্রবর্তী পূর্বপুরুষের ভিটায় এসে আশপাশের বাড়িতেও স্ত্রী, সন্তান ও সফরসঙ্গীদের নিয়ে হেঁটে হেঁটে যানএ সময় মুড়ির মোয়া খেতে খেতে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি
পন্ডিত অজয় চক্রবর্তী অনলাইন পত্রিকা নান্দাইল নিউজকে জানান, ‘১৯৮৯ সালে ডিসেম্বর মাসে প্রথমবার এ ভিটায় আসেনএবার স্ত্রী চন্দনা চক্রবর্তী ও ছোট ছেলে অঞ্জনকে সাথে নিয়ে এসেছেন
তিনি আরও বলেন, এটা আমার ঠাকুরদার বাড়িএই বাড়িতে আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছেবাড়িটি সংস্কার করা হবে

অজয় চক্রবর্তীর ঠাকুরদার বাড়িটি বর্তমানে দেখভাল করেন তাদের বংশীয় অমূল্য চক্রবর্তী নামে এক ব্যক্তি এবং প্রতিবেশী আব্দুর রহমান তিনি তাদের হাতে কিছু টাকা তুলে দেন প্রতিবেশীদের এক দুপুর পোলাও মাংস খাওয়ানোর জন্যে
মুশুলী গ্রামের নির চন্দ্র দে নামে এক বৃদ্ধ জানান, ‘ছেলে বেলায় গ্রামে কির্তনের আসর হতোসেখানে উনার বাবার সাথে আমিও থাকতাম

এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে পন্ডিত অজয় চক্রবতী শাস্ত্রীয় সংগীত প্রসঙ্গে বলেন, ‘সংস্কৃতিতে কোন বিরোধ নেইকোন বেড়া নেইইচ্ছে আছে বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত নিয়ে কাজ করার  এদেশেও অনেক ট্যালেন্ট রয়েছে

দৈনিক ইত্তেফাক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পত্রিকার নামটা আমার জানা আছেবাংলাদেশের সবচেয়ে প্রাচীন পত্রিকাআমাদের দেশের আনন্দ বাজার পত্রিকার মতোই জনপ্রিয়
 
প্রায় দুই ঘন্টা পূর্বপুরুষের ভিটায় অবস্থানকালে বংশীয় লোকজন ও এলাকাবাসীর সাথে আন্তরিক ও সৌহার্দপূর্ণ ব্যবহার করেনখোলামেলা কথা বলেনএর আগের দিন সোমবার তিনি কিশোরগঞ্জের কটিয়াদীর মসুয়া এলাকায় কবিরাজবাড়ি খ্যাত তাঁর মামার বাড়িতে যান

পন্ডিত অজয় চক্রবর্তী প্রসঙ্গে এদেশের শিল্পী অজয় শিকদার বলেন,‘শাস্ত্রীয় সংগীতের জগতে তিনি মহাসাগরএই মহাসাগরের কাছ থেকে কতটুকুবা একজন নিতে পারে বলুন ?’

প্রসঙ্গত, ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল আইটিসি এসআরএ শাস্ত্রীয় চার দিনের উৎসব অনুষ্ঠানে অংশ নিতে কলকাতা থেকে গত সোমবার ঢাকায় এসেছেন পন্ডিত অজয় চক্রবর্তী বিমান বন্দরে নেমেই তিনি আপনজনদের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখতে চলে আসেন মনের টানে

Friday, November 23, 2012


কমিশন চান ক্যাটরিনা!
নান্দাইল নিউজ বিনোদন ডেস্ক:
পিপলস চয়েজ অ্যাওয়াডের্র একটি ইভেন্টে সালমান খানকে পুরস্কৃত করা হয়আর সেই অ্যাওয়ার্ড সালমানের হয়ে গ্রহণ করতে সালমানের থেকে কমিশন চেয়েছেন ক্যাটরিনা কাইফ

ঘটনার বিস্তারিত বিবরণীতে জানা যায়, সম্প্রতি পিপলস চয়েজ নামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়অনুষ্ঠানে সালমান খান ছাড়া বলিউডের প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীই উপস্থিত ছিলেনঅনুষ্ঠানে তার ছবি এক থা টাইগার-এর জন্য তাকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানানো হয়

সালমান খানের অনুপস্থিতিতে উপস্থাপক আয়ুস্মান খুরানা তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানসবার ধারণা ছিল তিনি ঘোষণাটি শুনে খুশি হয়ে মঞ্চে উঠবেন

সবার ধারণাকে ভূল প্রমাণ করে তিনি পুরস্কার গ্রহণ না করে শর্ত জুড়ে দিয়েছেনতিনি বলেছেন সালমান খান যদি তাকে পুরস্কার গ্রহণের জন্য কমিশন দেন তাহলে তিনি পুরস্কারটি গ্রহণ করবেন

উপস্থিত দর্শকরা ব্যাপরটি শুনে হতবাক হয়েছেনঅবশ্য কথাগুলো বলার সময় ক্যাটরিনার হাসি মুখ দেখে সবাই বুঝেছেন ব্যাপারটি তিনি সালমানকে আনন্দ দেওয়ার জন্যই করেছেন

সূত্র: এনডিটিভি

Saturday, November 17, 2012


বিতর্কে শাহরুখ-ক্যাটরিনার চুম্বনদৃশ্য

নান্দাইল নিউজ বিনোদন ডেস্ক :
শাহরুখ খানের সাথে অনেক আবেদনময়ী অভিনেত্রীরাই অভিনয় করলেও কারো সাথে লিপ কিসের কোন দৃশ্যে দেখা যায়নি কিং খানকে

কিন্তু এর ব্যতিক্রম ঘটলো যশ চোপড়ার শেষ সিনেমা জাব তাক হ্যায় জান-

ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে একটি দৃশ্যে দুজনের চুম্বন দেখা গেছে শাহরুখকে, যা নিয়ে নিন্দুকেরা ছুড়ছেন তীব্র বান, শুরু হয়েছে বিতর্ক

ছবিটি দেখার পর এক ভক্ততো রীতিমত টুইটারে লিখেছেন, শাহরুখ খানের আমি বিশাল ভক্তকিন্তু বুঝলাম না, ক্যারিয়ারের শেষ দিকে এসে এমন কাজ কেন করল শাহরুখআমি তার মত সেলিব্রেটির কাছে এমনটি কখনোই আশা করিনি

অথচ আরেক ভক্ত লিখেছেন, অনেক আগেই এমন দৃশ্যে অভিনয় করা উচিত ছিল শাহরুখেরবলিউডে এটা কোন নতুন ঘটনা নয়অনেক তারকাই এমন দৃশ্যে অভিনয় করছেন আজকাল

সূত্র : ইন্ডিয়া টুডে ডট ইন

Friday, November 16, 2012


চলচ্চিত্র নির্মাতা ও বিশিষ্ট অভিনেতা সুভাষ দত্ত আর নেই
নান্দাইল নিউজ ডেক্স:
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত আর নেইশুক্রবার সকাল ৭ টা১০ মিনিটে তিনি ঢাকার টিকাটুলিস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেছেনবার্ধক্যজনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে শিবাজী দত্তমৃত্যুকালে সুভাষ দত্তের বয়স হয়েছিলো প্রায় ৮৩ বছর

সুভাষ দত্তের জন্ম দিনাজপুরে১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি তার জন্ম  দিনাজপুরে ছিল তার মামার বাড়িবাবা মায়ের বাড়ি ছিল বগুড়ার সারিয়াকান্দিতেজন্মের পর শৈশব-কৈশর কেটেছে তার মামা বাড়িতে
তার বাবা স্বর্গীয় প্রভাস চন্দ্র দত্ত ছিলেন একজন নাটক পাগল মানুষতিনি নাটকে অভিনয় করতেন এবং স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন বেশমামারাও নাটক করতেনমামাদের দেখে ৮/১০ বছর বয়সে নিজেই নির্দেশনা দিয়ে ছোটদের নিয়ে নাটক করলেননাটকটির নাম ছিল পরাজয়এই নাটকটি করার পর চারিদিকে তার খুব নাম হয়

দিনাজুপরের নাট্য সমিতির লোকজন বিষয়টি জানতে পারেসমিতির লোকজন তাকে একদিন ডেকে সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরার চরিত্রে তাকে অভিনয় করতে বলেনতিনি অভিনয় করলেনসবাই খুব বাহবা দিয়েছিলো সেদিনকিন্তু স্কুলের সবাই মেয়ে চরিত্রে অভিনয় করার কারণে ঠাট্টা করলোএরপর আর মেয়ে চরিত্রে অভিনয়  করেননি

সুভাষ দত্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে রাজধানীর বুকে, চান্দা, তালাশ, নতুন সুর, রূপবান, মিলন, নদী ও নারী, ভাইয়া, ফির মিলেঙ্গে হাম দোনো, ক্যায়সে কাহু, আখেরি স্টেশন, সোনার কাজল, দুই দিগন্ত, সমাধান
তার নির্দেশিত ছবিগুলোর মধ্যে উলেখযোগ্য হচ্ছে- সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট, আবির্ভাব, বলাকা মন, সবুজ সাথী, পালাবদল, আলিঙ্গন, বিনিময়, আকাঙ্খা, বসুন্ধরা, সকাল সন্ধ্যা, ডুমুরের ফুল, নাজমা, স্বামী স্ত্রী, আবদার, আগমন, শর্ত, সহধর্মিনী, অরুনোদয়ের অগ্নিসা ইত্যাদি
তিনি চলতি বছরের মার্চ মাসে কিউট চ্যানেল আই আয়োজিত চলচ্চিত্র মেলায় আজীবন সম্মাননা লাভ করেনতার হাত ধরেই চলচ্চিত্রে আগমন ঘটে কবরী, সুচন্দা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ ও মন্দিরার

সুভাষ দত্তের নির্দেশনায় সর্বশেষ ও আমার ছেলে ছবিটি নির্মিত হয়েছেছবিটি খুব বেশি ভালো না চললেও ছবিটির গল্প নিয়ে তিনি নিজে তৃপ্ত ছিলেন বেশ
১৯৭৭ সালে বসুন্ধরা ছবিটির জন্য পরিচালক হিসেবে  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্তএরপর একুশে পদকও অর্জন করেন তিনিএছাড়া দেশে বিদেশ থেকে আরও অনেক সম্মাননা পুরস্কার অর্জন করেছেন তিনি

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় পোস্তগোলা শ্মশানে সুভাষ দত্তের শেষকৃত্য হবে

Friday, November 9, 2012


গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা
নান্দাইল নিউজ বিনোদন রিপোর্ট :
মর্যাদা সম্পন্ন চলচ্চিত্র পুরস্কার গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশের চলচ্চিত্রশনিবার দুপুরে হলিউড ফরেনপ্রেস এসোসিয়েশন আয়োজিত ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার সত্তরতম আসরে এ বছর প্রদর্শিত হবে বাংলাদেশের নন্দিত চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করেছে প্রাণ ঝালমুড়িপ্রদর্শনীর পূর্বে ওইদিন দুপুর ১টায় লস অ্যাঞ্জেলেস বেভারলি হিলস উইলশিয়ার মিলনায়তনে আগত অতিথিদের আপ্যায়িত করা হবে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দিয়েপ্রতিযোগিতার প্রথা অনুযায়ী দুপুরের খাবারের পর দুপুর ২টায় প্রদর্শনী শুরু হবেপ্রতিযোগিতার সামগ্রিক প্রচারণার জন্য পিআর এজেন্সি মিডিয়া পানকে নিয়োগ করা হয়েছেতারা ঘেটুপুত্র কমলার হলিউড ও লস অ্যাঞ্জেলসে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নন্দিত চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা মুক্তি পায় গত ৭ই সেপ্টেম্বরমুক্তির পর বাংলাদেশে চলচ্চিত্রপ্রেমীদের কাছে চলচ্চিত্রটি প্রশংসিত হয়হুমায়ূন আহমেদ যুক্তরাস্ট্রে চিকিৎসারত অবস্থায় শেষবারের মতো দেশে এসেছিলেন গত মে মাসেতখন তিনি তার শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী উপভোগ করেছিলেন

 ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদঅভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতি ও তার দল,  অনি, প্রান্তি, পুতুল, আব্দুলাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখঘেটুপুত্র কমলার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মামুনছবির শুটিং হয়েছে হবিগঞ্জেছবির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খানসম্পাদক ছলিম উল্লাহ ছলিআবহসংগীত ইমন সাহাসংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও এসআই টুটুলকণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু, শফি মণ্ডল ও প্রান্তিকোরিওগ্রাফি মেহের আফরোজ শাওনশিল্প নির্দেশক  মাসুম রহমানরূপসজ্জা খলিলুর রহমানপোশাক পরিকল্পনা এসএম মাঈনুদ্দিন ফুয়াদশব্দগ্রহণ ও পূর্ণ শব্দ সংযোজন ধ্বনি চিত্র লি.সম্পাদনা লীলাচিত্রছবির গল্পে দেখা যায়, প্রায় দেড়শ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামে নতুন সংগীত ধারা সৃষ্টি হয়েছিলমেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোর নাচগান করতোএদের নামই ঘেটুগান হতো প্রচলিত সুরে, যেখানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব ছিল স্পষ্টঅতি জনপ্রিয় এই সংগীত ধারায় নারী বেশি কিশোরদের উপস্থিতির কারণেই এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়েবিত্তবানরা এসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য লালায়িত হতে শুরু করেনএকসময় সামাজিকভাবে বিষয়টা স্বীকৃতি পেয়ে যায়হাওর অঞ্চলের শৌখিনদার মানুষ জলবন্দি সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্র নিজের কাছে রাখবেন এই বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকেশৌখিনদার মানুষের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখতেন সতীন হিসেবে
(সূত্র মানব জমিন)

Saturday, March 24, 2012


নান্দাইলে বাউল গানের আসর
নান্দাইল নিউজ বিনোদন প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ছামারুল্লা গ্রামে শুক্রবার রাতব্যাপী বাউল হয়। পাগল শাহ্’র আস্তানায় এই বাউল গানে শিল্পী ময়না সরকার, অন্তরা ও কাঞ্চন গান গেয়ে বিপুল সংখ্যক দর্শক শ্রো্তার মন জয় করেন।

এবার মরলে পুরুষ হইবো, আর হইবো না কূলবালা / বুকটা আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার মন/আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না/ আমি যারে ভালবাসি সেকি তা রে জানে, ও সে জানলে এমন ব্যথা দিতো না পরানে... ইত্যাদি গান পেয়ে সারা রাত বিপুল সংখ্যক দর্শক শ্রোতাকে সুরের মূর্ছনায় ধরে রাখেন শিল্পীরা।

এই বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও শেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন  ভূঁইয়া মিল্টন ও বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি কামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। 

Sunday, March 18, 2012


‘খসড়া খাতা’ নাটকে কেমিস্ট চরিত্রে শহীদুজ্জামান সেলিম
নান্দাইল নিউজ বিনোদন প্রতিবেদকঃ
গল্পের কেন্দ্রীয় চরিত্র মোহসিন একজন কেমিস্ট। বর্তমানে তার চাকরি নেই। চাকরির জন্য মানসিক অস্থিরতায় ভূগছেন তিনি।  মোহসিনের সাথে সামান্য পরিচয়ের সূত্র ধরে একই বাড়ির ভিন্ন ভাড়াটিয়ার নানান দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে জটিল ঘটনার মুখোমুখি হন মোহসিন। এমন মুহুর্তে পাশে এসে দাঁড়ায় মোহসিনের স্ত্রী লিপি। ভাড়াটিয়া আসগর ক্রমেই আরও বিপদজনক হয়ে উঠে। এদিকে মোহসিনের চাকরি হলেও তার নতুন একটা জগত তৈরি হয়। যে জগৎ একামত্মই তার নিজের। কিন্তু আসগরের পারিপার্শ্বিক আচরণে অস্থির মোহসিন নিজের অমর্ত্মজগতের কাছে হেরে যায়। খুন হয় আসগর। ফেঁসে যায় মোহসিন।

এমনই এক গল্প মঈনূল আহসান সাবের এর ‘খসড়া খাতা’। আর সেই গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইলিয়াস কমল।

নাটকটিতে মোহসিন চরিত্রে অভিনয় করেছে শহীদুজ্জামান সেলিম, নাজনীন চুমকি, লুৎফর রহমান জর্জ, মাসকুরা হাসান ও অন্যান্য।
নাটকটি প্রযোজনা করেছে ময়মনসিংহ জেলার মফস্বল শহর গৌরীপুরের ‘সান বহুমুখী সমবায় সমিতি ’নামক একটি সমবায় সংগঠন।

সান বহুমুখী সমবায় সমিতি চেয়ারম্যান এইচএম  খায়রুল বাসার নান্দাইল নিউজকে জানান, চতুষ্কোণ প্রডাকশন হাউজের প্রথম নির্মাণ এই নাটকটি বর্তমানে সম্পাদনার কাজ চলছে।