WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Monday, February 13, 2012

চলে গেলেন হুমায়ুন ফরীদি


ঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি চলে গেলেন না-ফেরার দেশে। ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই অভিনয় দিয়ে দীর্ঘদিন মানুষের মনরাঙানো প্রিয় অভিনেতা ফরীদি সবাইকে ছেড়ে চলে গেলেন। ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির নিজের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।পারিবারিক একটি সূত্র জানায়, হুমায়ুন ফরীদি সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর মর্ডান হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এ সময় তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। গত শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেন। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিল। হুমায়ুন ফরীদির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সোমবার  সকালে বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় ধানমন্ডির নিজ বাসার সামনেই হুমায়ুন ফরীদির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ এ্যাম্বুলেন্সে করে বিটিভিতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর বিটিভিতে অনুষ্ঠিত হয় হুমায়ূন ফরীদির দ্বিতীয় জানাজা। বিটিভি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে তার আরেকটি নামাজে জানাজা। জানাজা শেষে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে নিয়ে রাখা হয়। হুমায়ুন ফরীদিকে শেষ শ্রদ্ধা জানাতে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০-১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এই দিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শেষ জানাজার পর হুমায়ূন ফরীদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

হুমায়ুন ফরীদি ছিলেন, একাধারে নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছে একাধিক পুরস্কারে । তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ।মৃত্যুকালে খ্যাতিমান এই অভিনেতা বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণকারী হুমায়ূন ফরীদির ষাট বছর পূর্তি গতবছর সাংস্কৃতিক অঙ্গনে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছিল। ‘বালাই ষাট’ শীর্ষক এ অনুষ্ঠানে হুমায়ূন ফরীদির কাছে জানতে চাওয়া হয়েছিল জীবনের সংজ্ঞা। তিনি বলেছিলেন, ‘জীবন হলো ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে চলা।’

তবে কী হুমায়ূন ফরীদি জানতেন, আরেক জন্মদিন আসার আগেই তাকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে।