WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Friday, November 16, 2012


চলচ্চিত্র নির্মাতা ও বিশিষ্ট অভিনেতা সুভাষ দত্ত আর নেই
নান্দাইল নিউজ ডেক্স:
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত আর নেইশুক্রবার সকাল ৭ টা১০ মিনিটে তিনি ঢাকার টিকাটুলিস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেছেনবার্ধক্যজনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে শিবাজী দত্তমৃত্যুকালে সুভাষ দত্তের বয়স হয়েছিলো প্রায় ৮৩ বছর

সুভাষ দত্তের জন্ম দিনাজপুরে১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি তার জন্ম  দিনাজপুরে ছিল তার মামার বাড়িবাবা মায়ের বাড়ি ছিল বগুড়ার সারিয়াকান্দিতেজন্মের পর শৈশব-কৈশর কেটেছে তার মামা বাড়িতে
তার বাবা স্বর্গীয় প্রভাস চন্দ্র দত্ত ছিলেন একজন নাটক পাগল মানুষতিনি নাটকে অভিনয় করতেন এবং স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন বেশমামারাও নাটক করতেনমামাদের দেখে ৮/১০ বছর বয়সে নিজেই নির্দেশনা দিয়ে ছোটদের নিয়ে নাটক করলেননাটকটির নাম ছিল পরাজয়এই নাটকটি করার পর চারিদিকে তার খুব নাম হয়

দিনাজুপরের নাট্য সমিতির লোকজন বিষয়টি জানতে পারেসমিতির লোকজন তাকে একদিন ডেকে সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরার চরিত্রে তাকে অভিনয় করতে বলেনতিনি অভিনয় করলেনসবাই খুব বাহবা দিয়েছিলো সেদিনকিন্তু স্কুলের সবাই মেয়ে চরিত্রে অভিনয় করার কারণে ঠাট্টা করলোএরপর আর মেয়ে চরিত্রে অভিনয়  করেননি

সুভাষ দত্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে রাজধানীর বুকে, চান্দা, তালাশ, নতুন সুর, রূপবান, মিলন, নদী ও নারী, ভাইয়া, ফির মিলেঙ্গে হাম দোনো, ক্যায়সে কাহু, আখেরি স্টেশন, সোনার কাজল, দুই দিগন্ত, সমাধান
তার নির্দেশিত ছবিগুলোর মধ্যে উলেখযোগ্য হচ্ছে- সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট, আবির্ভাব, বলাকা মন, সবুজ সাথী, পালাবদল, আলিঙ্গন, বিনিময়, আকাঙ্খা, বসুন্ধরা, সকাল সন্ধ্যা, ডুমুরের ফুল, নাজমা, স্বামী স্ত্রী, আবদার, আগমন, শর্ত, সহধর্মিনী, অরুনোদয়ের অগ্নিসা ইত্যাদি
তিনি চলতি বছরের মার্চ মাসে কিউট চ্যানেল আই আয়োজিত চলচ্চিত্র মেলায় আজীবন সম্মাননা লাভ করেনতার হাত ধরেই চলচ্চিত্রে আগমন ঘটে কবরী, সুচন্দা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ ও মন্দিরার

সুভাষ দত্তের নির্দেশনায় সর্বশেষ ও আমার ছেলে ছবিটি নির্মিত হয়েছেছবিটি খুব বেশি ভালো না চললেও ছবিটির গল্প নিয়ে তিনি নিজে তৃপ্ত ছিলেন বেশ
১৯৭৭ সালে বসুন্ধরা ছবিটির জন্য পরিচালক হিসেবে  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্তএরপর একুশে পদকও অর্জন করেন তিনিএছাড়া দেশে বিদেশ থেকে আরও অনেক সম্মাননা পুরস্কার অর্জন করেছেন তিনি

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় পোস্তগোলা শ্মশানে সুভাষ দত্তের শেষকৃত্য হবে